হবিগঞ্জ জেলার পূর্ব প্রান্তে ত্রিপুরা সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম তেলিয়াপাড়া। সিলেট হবিগঞ্জ রেল পথে ইটাখোলা রেল স্টেশন থেকে মেঠো পথে ৩০ মিনিটের দূরত্বে গত শতাব্দীর প্রথম ভাগে মাত্র ২৩ ঘর চা বাগানের শ্রমিক নিয়ে গড়ে ঊঠেছিল এই গ্রামটি। । একটি চা বাগান, একটি ক্ষীণকায় পাহাড়ি নালা আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে গড়া নির্জন গ্রামটি হঠাৎ করেই কোলাহল মুখোরিত হয়ে পড়ে ১৯৭১ সালের এপ্রিলে । ৩ রা এপ্রিল ১৯৭১ সালে হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া চা বাগানে 'মুক্তিফৌজ' গঠিত হয় যা পরবর্তীতে ইতিহাসে তেলিয়াপাড়া ডকুমেন্ট নামে পরিচিতি লাভ করে ।
৩ রা এপ্রিল ( মতান্বরে ৪ ঠা এপ্রিল ) । তবে ১১ ই এপ্রিল 'মুক্তিফৌজ'-কে 'মুক্তিবাহিনী' নামকরণ করা হয়।
৩রা এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে , প্রধান সেনাপতি ওসমানী, খালেদ মোশাররফ এবং কে এম সফিউল্লাহ সমগ্র বাংলাদেশ কে ৪টি সামরিক জোনে ভাগ করেন এবং মুক্তিফৌজ গঠন করেন। ১১ এপ্রিল মুক্তিফৌজ কে মুক্তিবাহিনী নাম দেওয়া হয়। তেলিয়াপাড়ার এই ঘটনাকেই তেলিয়াপাড়া ডকুমেন্ট বলে ।